Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভিক্ষ ঠেকাতে দুর্নীতি দূর করতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সীমাহীন দুর্নীতি ও অবস্থাপনার কারণে দেশ আজ দুর্ভিক্ষের মুখোমুখি। দুর্ভিক্ষ ঠেকাতে প্রথমে দুর্নীতি দূর করতে হবে। দ্রব্যমূল্যের ক্রম ঊর্দ্ধগতি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে কৃষি সেচসহ শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যার কারণে সামনে খাদ্য নিরাপত্তার বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতিকে। সরকারি অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে জাতির সামনে ঘোর দুর্দিন অপেক্ষা করছে। একদিকে রিজার্ভে ডলার সঙ্কট আশংকাজনকভাবে কমছে অন্যদিকে ইভিএম ক্রয়ের পাঁয়তারা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে দুর্ভিক্ষের মতো সঙ্কটের মুখোমুখি পড়বে দেশ। এখনই তা মোকাবেলা করতে হলে দুর্নীতি, অপচয় বন্ধ ও বিদেশে অর্থপাচার রোধ করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় কার্য়ালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক ডাঃ এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, অধ্যাপক আবু সালমান, মুফতি ওযায়ের আমীন, মুফতি শিহাবুদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আবদুল মজিদ, বোরহান উদ্দিন সিদ্দিকী, মুফতি সাইয়্যেদুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, অধ্যাপক একেএম মাহবুব আলম।
বৈঠকে আগামী ১ থেকে ৩০ নভেম্বর সারাদেশে মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ সফলের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। ডিসেম্বর মাসে সকল বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভিক্ষ ঠেকাতে দুর্নীতি দূর করতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ