Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ১৬ কোটি মানুষের দাবি : ইসলামী ঐক্যজোট

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী ঐক্যজোটের (২০ দলভূক্ত) সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন পীর সাহেব বি-বাড়িয়া বলেছেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি জাতীয নির্বাচন এদেশে ১৬ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর মত তামাশার নির্বাচন এদেশের মানুষ আর দেখতে চায় না। বর্তমান দেশের রাজনৈতিক সংকটের মূল কারণ হচ্ছে তামাশার নির্বাচন। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। নির্বাচনের নামে দেশে কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারের প্রতি জোর দাবী জানান তিনি। গত বৃহস্পতিবার সকালে ইসলামী ঐক্যজোট রামগতি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এককর্মী সম্মেলনে এসব কথা বলেন। শাখা সভাপতি মাওলানা মাসুম বিল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আঃ রহমান, মাওলানা ফাহিম আজিজ, মাওলানা মাইনউদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ