রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপজেলার শালবাহান এলাকায় সেচপাম্পে বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। গতকাল দুপুরে শালবাহান গ্রামের আব্দুল হক তার বাড়ির পাশে নিজ ধান ক্ষেতের সেচ পাম্পের তারে জাড়িত ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই নিহত হয়। মাঠে যাওয়ার সময় বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সাথে হঠাৎ ধাক্কা লেগে পরে যায় ছেলে আরিফ হোসেন (১০) তার চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা আব্দুল হক (৩৫) পার্শ্ববর্র্তী স্থানে থাকা যুগিগজ গ্রামের ইসমাইল হোসেন (৫৫) ও জহুরা বেগম (৬০)। এ সময় বিদ্যুতের তার গায়ে জড়িয়ে পড়ে সকলেই।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।