Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাশ্মীরে চতুর্থ দফায় ভোট পড়েছে ৪.২%

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জম্মু ও কাশ্মীরের স্থানীয় সরকার নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে রেকর্ড কম সংখ্যক- মাত্রা ৪.২ শতাংশ ভোটার অংশ নিয়েছে। মঙ্গলবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে করে সার্বিকভাবে ভোটারের অংশগ্রহণের হার ৩৫.১ শতাংশে গিয়ে দাঁড়ালো। ১০ বছর পর এই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) শেলিন কাবরা বলেন, “শেষ ধাপে সার্বিকভাবে ৪.২% ভোটার অংশ নিয়েছে। গান্দেরবাল এলাকায় সর্বোচ্চ ১১.৩% ভোটার অংশ নিয়েছে। ১২টি ওয়ার্ডে এখানে প্রার্থী ছিল ৩৮ জন। শ্রীনগরের ২৪টি ওয়ার্ডে ভোট পড়েছে ৪% ভোটারের”। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ