Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে নসিমন চাপায় কলেজ ছাত্র নিহত

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মাদারীপুরের শিবচরে নসিমন চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় একটি নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সরকারী বরহামগঞ্জ কলেজের স্মাতক শেষ বর্ষের ছাত্র রুহুল আকন (২৫) রাস্তার ওপর পড়ে গেলে ঘাতক নসিমনটি গতিরোধ করতে না পেরে তাকে চাপা দেয়। স্থানীয়রা রুহুলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রুহুল আকন উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা পূর্বকান্দি গ্রামের করম আলী আকনের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ