বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের কালাম মাদবরের সাথে তার চাচাতো ভাই মিরাজুল মাদবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বুধবার সকালে সাদেকাবাদ গ্রামে তাদের বাড়ির সামনের রাস্তায় কালাম ও মিরাজুলের সাথে আবারো বিরোধ সৃষ্টি হয়। এসময় দুই পক্ষের লোকজন লোহার রড, বাঁেশর লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের আঘাতে কালাম মাদবরসহ (৪৫) উভয় পক্ষের ৫ জন আহত হয়।
আহতদের মধ্যে কালাম মাদবরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত কালাম মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের আউয়াল মাদবরের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া বলেন, জমি সংক্রান্ত রিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কালাম নিহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।