Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোরে শিশু জয়নাবের ধর্ষক ও হত্যাকারীর ফাঁসি কার্যকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ৪:২৪ পিএম

পাকিস্তানে শিশু জয়নাবকে ধর্ষণের পর হত্যাকারী ইমরান আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সকালে লাহোরের কট লাখপাট জেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাকে শিশু হত্যা, ধর্ষণ ও অপহরনের দায়ে অভিযুক্ত করেছিল দেশটির আদালত। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে বলা হয়, ফাঁসি কার্যকরের পর তার পরিবার লাশ নিয়ে চলে গেছে। ফাঁসি কার্যকরের সময় সেখানে তার বাবা ও চাচা উপস্থিত ছিলেন। এর আগে ফেব্রুয়ারি মাসে শিশু জয়নাবকে ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত হয় ইমরান আলী। ডিএনএ টেস্টের পর জানা যায়, ইমরান আরো ৭ টি মেয়েকে ধর্ষণ করেছে।
এসময় তার শাস্তির দাবিতে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পরে। এরপরই বিশেষ আদালতে তার বিচার শুরু হয়। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ইমরানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষিতে লাখপাট জেলের নিরাপত্তা জোরদার করা হয়। জয়নাবের বাবা রায় কার্যকর হওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসি কার্যকর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ