Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একদিনে ৩৬ আইএস সদস্যের ফাঁসি কার্যকর করলো ইরাক

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
মাত্র এক দিনে ৩৬ জন আইএস সদস্যকে ফাঁসি দিয়েছে ইরাক। ২০১৪ সালে ইরাকের বিমান ঘাঁটিতে আইএস সদস্যদের হামলায় নিহত হয় দেড় হাজারেরও বেশি মানুষ। সেই গণহত্যায় আটক অপরাধীদের গতকাল ফাঁসি কার্যকর করেছে ইরাক সরকার। ৩৬ জনকে একই সঙ্গে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।
এদের প্রত্যেকেই ইরাক-সিরিয়ার জঙ্গি সংগঠন আইএস সদস্য। ২০১৪ সালে তিকরীতে ইরাকের বিমান ঘাঁটিতে প্রায় ১ হাজার ৭শ’ জনকে প্রথমে অপহরণ করে জঙ্গিরা। তারপর তাদের হাত-পা বেঁধে সারিবদ্ধভাবে শুইয়ে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বলে অভিযোগ।
ইরাক প্রশাসন সূত্রে খবরে বলা হয়েছে, ইরাকের ধিকার প্রদেশের নাসিরিয়া জেলে ফাঁসি দেওয়া হয় ওই ৩৬ জনকে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী নির্দেশ দিয়েছেন, যে কোনো জঙ্গী কার্যকলাপে দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদ- দেয়া হবে।
তবে ইরাকের প্রধানমন্ত্রীর এভাবে দ্রুত ফাঁসি দেওয়ার নির্দেশের সমালোচনা করেছে জাতিসংঘ। বিভিন্ন মানবাধিকার সংগঠনও এভাবে গণফাঁসি দেওয়ার নিন্দা জানিয়েছে। সূত্র : জি নিউজ।



 

Show all comments
  • Ahmed Anwar ২২ আগস্ট, ২০১৬, ১১:৩৩ পিএম says : 0
    Who is ISIS and what they wanted from Civilized world? As you saw, so you reap.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একদিনে ৩৬ আইএস সদস্যের ফাঁসি কার্যকর করলো ইরাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ