বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর পান্থপথ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) মিডিয়া উইংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ। তার নাম মো. সাঈদ হাসান ওরফে আমির ওরফে শুভ (২৭)। সাংগঠনিক নাম আব্দুল্লাহ।
গত সোমবার দুপুরে পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সিটিটিসি’র একটি দল তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও একটি কম্পিউটার সিপিইউ উদ্ধার করা হয়। গতকাল ডিএমপির গণমাধ্যম শাখা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, গ্রেফতার সাঈদ হাসান এবিটির মিডিয়া উইংয়ের সক্রিয় সদস্য। সে আনসার আল ইসলামের পরিচালিত মিডিয়া তয়িফার শহীদ সোলায়মান মিডিয়াসহ অন্যান্য মিডিয়াগুলোর জন্য অনুবাদ, ভিডিও এডিটিং, সাবটাইটেল যোগ করাসহ সংগঠনের সদস্য সংগ্রহ ও অনলাইন প্রপাগান্ডা পরিচালনার কাজ করতো। সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত সাঈদ হাসান গত ২৫ ফেব্রsয়ারি ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।