বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যাদের নাই ভোট তারা করছে জোট। জোট করে বরং বিএনপির ভোট কমেছে। বিএনপি এখন সাত দফা দাবী তুলছে। দফা তুলে কোন লাভ হবেনা। এ মূহুর্তে দফা একটাই নির্বাচন বাস্তবায়ন এর বাইরে কোন দফা নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেও কোন লাভ হবে না। গতকাল দুপুর ২টায় কেরানীগঞ্জে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল করিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন, ডা. হাবিবুর রহমান, জিঞ্জিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু প্রমূখ। মন্ত্রী আগামী নির্বাচনের আগেই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে পরিচালনা ও জনবল নিয়োগের জন্য মহাপরিচালককে নির্দেশ প্রদান করেন। পরে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নিজ গ্রাম ধলেশ্বরে কোন্ডা ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।