পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সংসদে হেফাজত নেতৃবৃন্দকে জড়িয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ শনিবার এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের সহ-প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, হেফাজত নেতৃবৃন্দকে জড়িয়ে জাতীয় সংসদে নজিবুল বশর মাইজভান্ডারীর দেয়া বক্তব্য পাগলের প্রলাপ বৈ অন্য কিছু নয়। তার উগ্র আচরণ সাধারণ মানুষ মেনে নিতে পারে না। ভান্ডারী যে বা যাদের পক্ষে কথা বলেন বুঝতে হবে ভান্ডারীদের ন্যায় তারাও বিপথগামী। ভান্ডারী যাদের কান্ডারী তারাও বাতেল। আমরা মাইজভান্ডারীর উগ্র, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে আনসারুল হক ইমরান বলেন, নজিবুল বশর মাইজভান্ডারী সেই ব্যক্তি যিনি ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামীলীগের টিকিটে সাংসদ হয়েছিলেন। দলবদল করে বিএনপির টিকিটে ২০০১ সালের নির্বাচনে হেরে যান। এরপর বিএনপি ছেড়ে তরিকত ফেডারেশন নামে একটি দল গঠন করেন। ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক তরিকত ফেডারেশন থেকে সাংসদ নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের একটি বড় অংশ তাঁর বিরুদ্ধে চলে যায়। মাওলানা আনসারুল হক ইমরান বলেন, ভান্ডারীকে আমরা পরিষ্কার করে বলতে চাই, শত মিথ্যার উপর একটি সত্য অনেক বেশী শক্তিশালী। আমরা মিথ্যাকে ভয় করি না। আমরা জানি, মিথ্যা স্লোগান একদিন থেমে যাবে। কিন্তু মিথ্যার আবরণে সত্যকে আড়াল করা যাবে না কোনদিন।
তিনি বলেন, দল বদলের কারিগর ও দুর্নীতিবাজ সাংসদ ভান্ডারীর মধ্যে কোনো বিচারবোধ না থাকার কারণেই সে হক্কানী আলেম উলামাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার দুঃসাহস দেখাচ্ছেন। আমরা ভান্ডারীকে এসব উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার ও আলেম-উলামাদের বিরুদ্ধাচরণ বন্ধ করার আহবান জানাচ্ছি। অন্যথায় দেশের হক্কানী উলামায়ে কেরাম এর সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।