Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃত সকল আলেম-উলামাদের মুক্তি দিন- ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৮:২৭ পিএম

ইসলামী ঐক্যজোট নেতারা বলেছেন, রোজাদার আলেম-উলামাদের গণগ্রেফতার ও জুলুমের দরুণ আখিরাতে ভয়াবহ শাস্তির কারণ হতে পারে। আলেম-উলামাদের ওপর জুলুম নির্যাতনের দরুণ দুনিয়াতেও আল্লাহর কঠিন গজবের আসতে পারে। আসন্ন ঈদের আগেই গ্রেফতারকৃত সকল আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আলেমদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ইসলামের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না।

আজ বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিবৃতিদাতারা হচ্ছেন, ইসলাম ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাস্টার শাহ আলম, মাওলানা শওকত আমীন, অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ, ইঞ্জিনিয়ার শামছুল হক, সিদ্দিকুর রহমান বিকম, মাওলানা মুজাম্মিল তালুকদার, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী, ঢাকা মহানগর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, কেন্দ্রীয় নেতা মাওলানা শায়েখ মোহাম্মদ ইসমাইল ও মাওলানা আ ন ম রহীমুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ