বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফের মাদকের হাট বসেছে নগরীর কদমতলী বরিশাল কলোনীতে। মধ্যরাতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল। চলমান মাদক বিরোধী অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছিল বরিশাল কলোনীর মাদকের হাট। মাদকের হাট ঠেকাতে নিয়মিতই চলছিল পুলিশের অভিযান। আর এর মধ্যে চালু হয় মাদক বেচাকেনা।
গ্রেফতারকৃতরা হলো- খায়রুল হক মোল্লা রনি (২৬), তানভীর ইসলাম শুভ (২০) ও মো. আরিফ (২২)। তাদের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজসহ একটি এলজি, এক হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল। পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ হয়ে বরিশাল কলোনীতে মাদক ব্যবসা শুরু করে। গ্রেফতার মো. আরিফ ওরফে ল্যাংড়া আরিফ জানায়, ১০ বছর আগে তার ডান পা ট্রেনে কাটা যায়। এরপর থেকে সে বরিশাল কলোনীর মাদক সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে সিন্ডিকেটের সোর্স হিসেবে কাজ করে। গত কয়েক মাস আগে বরিশাল কলোনী থেকে মাদক নির্মূল হওয়ার পর সে নিজেই রেল স্টেশনে মাদক ব্যবসা শুরু করে। প্রতিবন্ধী হওয়ায় পুলিশ তাকে মাদক ব্যবসায়ী হিসেবে সন্দেহ করে না। আর এ সুযোগে সে তার মাদকের ব্যবসা স্টেশন থেকে বরিশাল কলোনীতে নিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।