রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রতিদিন ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কক্ষ দখল করে আলাপচারিতায় ব্যস্ত থাকে। তাদের ভিড়ে রোগীরা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। সপ্তাহে প্রতিদিন দুপুর ২টা থেকে রিপ্রেজন্টেটিভদের ডাক্তার ভিজিট করার নিয়ম থাকলেও সে নিয়ম মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে সেম্পল উপটোকন ও বিভিন্ন প্রকার উপহার সামগ্রী নিয়ে তাদেরকে যে কোনো সময় প্রবেশের সুযোগ দিচ্ছেন চিকিৎসকরা। অভিযোগ রয়েছে, বিভিন্ন ওষুধ কোম্পানির উপটোকন ও সেম্পল সুবিধার কারণে চিকিৎসকরা ওষুধে মান ও গুণ বিবেচনা না রেখে ব্যবস্থাপত্রে ওইসব কোম্পানির ওষুধের নাম লিখে থাকেন। কোন কোম্পানির কত বেশি সুবিধা দিয়ে চিকিৎসকদের দিয়ে প্রেসক্রিপশন করতে পারে তা নিয়ে চলে রিপ্রেজেন্টেটিভদের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা। রোগী চিকিৎসকের রুম থেকে বের হলে রিপ্রেজেন্টেটিভরা সেই ব্যবস্থা পত্র যাচাই করে দেখেন উপটোকন নেয়া চিকিৎসকরা তাদের প্রতিষ্ঠানের ওষুধের নাম লিখছেন কি-না। এ ক্ষেত্রে চিকিৎসকরা ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছে জিম্মি হয়ে পড়েছে। জেনারেল হাসপাতালে রুগীদের সেবার মান বাড়াতে রিপ্রেজেন্টিভদের নিয়মনীতি মানার প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রুগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।