মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞা জারির জের। ইরানের উপর সা¤প্রতিক সময়ে নতুন করে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। আর সেই কারণে ইরান থেকে আসা তেল সংগ্রহ করে রাখতে বীমার সুবিধা মিলছে না। ইরান থেকে আসা তেল সংগ্রহ করে রাখতে এভাবেই সমস্যায় পড়ছে ভারতীয় তেল সংস্থা গুলি। ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ৪ নভেম্বর পর্যন্ত ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা বলবত থাকবে। তেল সংরক্ষণের উপর বীমা না মিললেও অ্যাসেট কভার পাওয়া যাবে। কয়েকটি আন্তর্জাতিক ঘটনা বলির ওপর নির্ভর করে এই নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা।
সেই ঘটনা আর্থিক বা কূটনৈতিক দুই-ই হতে পারে। নয়ের দশকের শেষে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করায় ভারতের উপরও এই নিষেধাজ্ঞা জারি হয়। এছাড়া রাশিয়ার সঙ্গে বড় আকারে সামরিক লেনদেন করলেও একইভাবে ‘ব্যবস্থা’ নেয় আমেরিকা। স¤প্রতি চীন রাশিয়ার থেকে বড় পরিমাণে মিসাইল কিনেছে। আর সেই কারণেই আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।