Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের চাপে আম্বানীর সংস্থাকে মানতে ‘বাধ্য’ হয়েছিল দাসো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ৭:১৭ পিএম

ফের আগুনে ঘি ঢালা হল রাফায়েল বিতর্কে। এই যুদ্ধবিমান বানায় যারা, সেই ফরাসি সংস্থা ‘দাসো অ্যাভিয়েশন’-এর ঘাড়ে অনিল আম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে চাপিয়েই দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত দলিলপত্র ফরাসি অনলাইন ব্লগ পোর্টাল ‘অ্যাভিয়েশন’-এ প্রকাশ করা হয়েছে।
ফরাসি সংস্থা দাসোর দু’টি শ্রমিক সংগঠন ‘সিএফডিটি’ এবং ‘সিজিটি’-র প্রকাশ করা দলিলপত্রে দেখা যায়, অনিলের সংস্থাকে সহযোগী হিসেবে মেনে না নিলে ভারতের কাছে রাফায়েল বিমান বেচতে পারত না দাসো।
ভারতে রাফাল যুদ্ধবিমান বেচার ‘শর্ত’ হিসেবে অনিল আম্বানীর সংস্থাকে মেনে নেওয়ার বিষয়টি নিয়ে ফরাসি সংস্থা দাসোয় একটি শীর্ষ স্তরের বৈঠক হয়েছিল গত বছরের ১১ মে। সেই বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করে দিয়েছে দাসোর শ্রমিক সংগঠনগুলো। এ বিষয়ে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি কোন পক্ষ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ