মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের আগুনে ঘি ঢালা হল রাফায়েল বিতর্কে। এই যুদ্ধবিমান বানায় যারা, সেই ফরাসি সংস্থা ‘দাসো অ্যাভিয়েশন’-এর ঘাড়ে অনিল আম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে চাপিয়েই দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত দলিলপত্র ফরাসি অনলাইন ব্লগ পোর্টাল ‘অ্যাভিয়েশন’-এ প্রকাশ করা হয়েছে।
ফরাসি সংস্থা দাসোর দু’টি শ্রমিক সংগঠন ‘সিএফডিটি’ এবং ‘সিজিটি’-র প্রকাশ করা দলিলপত্রে দেখা যায়, অনিলের সংস্থাকে সহযোগী হিসেবে মেনে না নিলে ভারতের কাছে রাফায়েল বিমান বেচতে পারত না দাসো।
ভারতে রাফাল যুদ্ধবিমান বেচার ‘শর্ত’ হিসেবে অনিল আম্বানীর সংস্থাকে মেনে নেওয়ার বিষয়টি নিয়ে ফরাসি সংস্থা দাসোয় একটি শীর্ষ স্তরের বৈঠক হয়েছিল গত বছরের ১১ মে। সেই বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করে দিয়েছে দাসোর শ্রমিক সংগঠনগুলো। এ বিষয়ে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি কোন পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।