বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যমুনা নদীর শিবালয় উপজেলার অন্তর্গত চর আলোকদিয়া এলাকায় দুটি ট্রলারের মুখোমুখী সংঘর্ষে বাহেজ শেখ (৬৫) নামে একটি ট্রলারের মাঝি মারা গেছে। ঘটনাটি ঘটে গতকাল ভোররাত ৩ টার দিকে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আলোকদিয়ার জনৈক আসলামের মালিকাধীন ট্রলার বাহেজ শেখের ট্রলারের ওপর উঠে যায়। এ সময় ট্রলারের নোঙ্গরের ফলা বাহেজ শেখের গলায় বিদ্ধ হয়। এতে বাহেজ শেখ ঘটনাস্থলেই মারা যায়। ওই নৌকার আরো দুই আরোহী সাইদুল (২৮) ও আইয়ুব শেখ (৪৫) গুরুত্বর আহত হয়। তাদেরকে স্থানীয় উথুলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, আলোকদিয়া চরবাসী মো. আসলাম হোসেনের মালিকাধীন ট্রলারটি ফারুক নামের একই এলাকার এক মাঝি চালাচ্ছিল। লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শিবালয় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সংঘর্ষে জড়িত ওই দুই ট্রলার নিয়ে এলাকায় পরস্পরবিরোধী কথাও উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, উভয় ট্রলার নিষিদ্ধ মা ইলিশ শিকারে রাতের অন্ধকারে ব্যাস্ত ছিল। পুলিশের অভিযান টের পেয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু এলাকার জনপ্রতিনিধিদের দাবি একটি ট্রলার পাটুরিয়া ঘাট অপরটি চর কানাইদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।