Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

বিদেশিদের ভয় ও দক্ষিণপন্থার প্রভাবের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। মানবাধিকার গ্রæপের আয়োজিত এই র‌্যালিতে বিক্ষোভকারীরা ‘অবিভাজ্য’ ও ‘বর্ণবাদের বিরুদ্ধে আমরা’ লেখা প্লাকার্ড বহন করে। বিবিসির প্রতিনিধি বার্লিন থেকে জানিয়েছেন, র‌্যালিতে যোগ দেওয়া মানুষের সংখ্যা দেখে বিস্মিত হয়েছেন আয়োজকরাও। হ্যাশটাগ আনটেলিবার (অবিভাজ্য) মুভমেন্টের ব্যানারে শনিবার এই বিক্ষোভ আয়োজন করা হয়। ২০১৫ সালে দেশটিতে দশ লাখেরও বেশি অভিবাসী প্রবেশের পর থেকে অভিবাসী বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতি সমর্থন বাড়তে থাকে। অভিবাসীদের প্রবেশ কমে গেলেও গত বছর দলটি প্রথমবারের মতো জার্মানির পার্লামেন্টে প্রবেশ করেই সবচেয়ে বড় বিরোধী দলে পরিণত হয়। রবিবারে অনুষ্ঠিতব্য দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের নির্বাচনেও দলটি ভালো করবে বলে আশা করা হচ্ছে। অন্য অনেক কিছুর মধ্যে দক্ষিণপন্থী দল এফডির উত্থান, বিশেষ করে পূর্বাঞ্চলীয় জার্মানিতে দলটির শক্ত সমর্থন বাড়তে থাকার বিরুদ্ধেও এই বিক্ষোভ র‌্যালির আয়োজন করা হয়। শনিবার বিক্ষোভকারীরা বার্লিনের কেন্দ্রস্থলের মধ্য দিয়ে র‌্যালি করে ব্রান্ডেনবার্গ গেটের দিকে এগিয়ে যায়। সোনালী পতাকা ও বাড়িতে বানানো ব্যানার নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যায়। বিক্ষোভে যোগ দেওয়া অনেকেই বলছেন মানবাধিকার ও সহিষ্ণুতার পক্ষে লড়ছেন তারা, বিশেষ করে অভিবাসীদের জন্য। এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা অন্যদের সঙ্গে থাকছি না বলে আমার ভয় হয়। যাদের সত্যিই সাহায্য দরকার সেই সব মানুষদের যদি আমরা সহ্য করা বা তাদের ভারের বোঝাকে গ্রাহ্য করছি না বলেও আমি ভীত। কেউ শুধু বিরক্ত করতে এখানে আসেনি। আরেক নারী বলেন, ‘অনেকেই আছেন যারা মনে করেন তারা (অভিবাসীরা) মানবাধিকার লঙ্ঘন করতে পারে, সমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে আরও অনেক কিছু করতে পারে। তবে এখন তাদের না বলার সময়। অনেকেই আছেন তারা শুধুমাত্র খোলামেলা আর খোলামেলা মনের অধিকারী হতে চান।’ এই গণবিক্ষোভের আনুষ্ঠানিক লক্ষ্য উন্মুক্ত সমাজ গড়ার পক্ষে প্রচার চালানো। ভিন্ন ভিন্ন এজেন্ডা আর রাজনৈতিক মতাদর্শ থাকা কয়েক শত গ্রুপ যৌথভাবে এই বিক্ষোভ আয়োজন করে। তবে বেশিরভাগ অংশগ্রহণকারী এক জায়গাতে একমত যে জার্মান রাজনীতি ও সমাজে দক্ষিণপন্থার প্রভাবে উদ্বেগ বাড়ছে। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ