বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে গতকাল দুপুরে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহি বাস দাঁড়িয়ে থাকা অপর একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে পিকআপ ভ্যানচালকসহ ৩ জন আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার পিকআপ ভ্যানচালক আব্বাস উদ্দিনকে মৃত ঘোষণা করে। নিহতের বাড়ি বরিশাল জেলা সদরে। তার পিতার নাম দেলোয়ার হোসেন। সে ঢাকা শ্যামপুর এলাকায় বসবাস করতেন। আহত জয়নাল (৪০), ফরহাদ (২০) ও আলমগীর (২৮) কে টঙ্গী সরকারি হাসপতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরগামী বলাকা পরিবহণের একটি যাত্রীবাহী বাস স্থানীয় কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে স্বজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।