Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিন্তা করছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দেওয়ার পর তুরস্কের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ব্রানসনকে মুক্তি দিয়েছে এক তুর্কি আদালত। মুক্তি পাওয়ার পর তাকে মুক্ত করার চেষ্টা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ব্রানসন। এরপরই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
ট্রাম্প জানিয়েছেন, ব্রানসনের মুক্তির বিষয়ে তুরস্কের সঙ্গে কোন চুক্তি বা সমঝোতা হয়নি। কিন্তু তার মুক্তির কয়েকদিন আগে এবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।
এদিকে, সমঝোতার কথা অস্বীকার করলেও ব্রানসনের মুক্তির পর তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটার আভাস দিয়ে টুইট করেছেন ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুরস্কের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে করে দুই দেশের মধ্যে ভাল, হয়তো অসাধারণ সম্পর্ক গড়ে ওঠবে। সূত্র : ইয়ানস।



 

Show all comments
  • শামীম ১৫ অক্টোবর, ২০১৮, ২:২০ এএম says : 0
    অবশেষে বুদ্ধি খোলা শুরু করেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ