মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এশিয়া-প্যাসিফিক বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি’র) সদস্য নির্বাচিত হল ভারত। আগামী তিন বছরের জন্য মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল তারা। ১৯৩ দেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৯৭টি দেশের ভোট। ভারত পেয়েছে ১৮৮টি ভোট। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী দূত সৈয়দ আকবরুদ্দিন সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক বার্তায় জানান, আমি আনন্দের সথে জানাচ্ছি যে ভারত সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। কাশ্মীর ইস্যুতে অনেকবার ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দিয়েছে পাকিস্তান, এমন সময়ে ভারতের মানবাধিকার পরিষদের সদস্য হওয়াকে গুরুত্ব দিয়ে বিচার করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সূত্র জানায়, গোপন ব্যালটে ভোটদান করে মানবাধিকার পরিষদের ১৯৩টি সদস্য জাতি। বাক্স খুলতেই দেখা যায় ভারতের জয় জয়কার। ভারতের সঙ্গে এই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ফিজি, বাহরাইন ও ফিলিপাইন। জাতিসংঘ নিয়োজিত ভারতীয় দূত সৈয়দ আকবরুদ্দিন বলেন, বিশ্ব রাজনীতিতে ভারতের সক্রিয় উপস্থিতির জন্যই এই সাফল্য এসেছে। ভারতের আগে থেকেই এই পরিষদের সদস্য রয়েছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগের প্রেক্ষিতে কয়েক মাস আগে ভারতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এমন পরিস্থিতিতে এই পরিষদে ভারতের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।