Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় জ্বালানি সরবরাহ আটকে দিলো ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জ্বালানি সংকটে বিপর্যস্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান এক নির্দেশনায় জানিয়েছেন, গাজায় আর কাতার থেকে আমদানিকৃত তেল প্রবেশ করতে দেওয়া হবে না। শুক্রবার তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সেনা সদস্য ও বেসামরিক মানুষের ওপর হামলার জবাবে তেল সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। লিবারম্যান যেদিন এই নির্দেশ দিয়েছেন সেদিনই চলমান গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচিতে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে ৬ ফিলিস্তিনি। চলমান মানবিক বিপর্যয়ের শোচনীয় অবস্থা ঠেকাতে ঠেকাতে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরাইলের ভেতর দিয়ে গাজার বিদ্যুৎ কেন্দ্রে তেল সরবরাহ শুরু করেছিল কাতার। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় মোকাবিলায় গত ৯ অক্টোবর সেখানে জ্বালানি সরবরাহ শুরু করে কাতার। জাতিসংঘ প্রতিনিধিদের উপস্থিতিতে দক্ষিণ গাজার কারাম আবু সালেম বর্ডার ক্রসিং অতিক্রম করে জ্বালানিবাহী ছয়টি ট্রাক গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পৌঁছে দেওয়া শুরু করে। এসব ট্রাকে চার লাখ ৫০ হাজার লিটার জ্বালানি ছিল। কাতারি জ্বালানিতে গাজার বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বাড়বে বলেও জানায় গাজার কর্তৃপক্ষ। এর মধ্যেই শুক্রবার এসব তেল সরবরাহ বন্ধের নির্দেশ দিলো ইসরাইল। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ