প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসিফের গানের মডেল হয়েছেন সংবাদ পাঠিকা এবং উপস্থাপিকা ফারহানা নিশো। এটি পুরনো খবর। তবে সম্প্রতি তাদের সেই গান প্রকাশিত হয়েছে। ‘তোমাকে যেন ভুলে যাই’ শিরোনামের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। রয়েছেন আসিফ আকবরও। তরুণ মুন্সীর কথা, সুর ও সঙ্গীতে গানটি ধ্রæব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মান করেছেন সৈকত নাসির। নিশো বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। আমি তো মডেল নই। একজন উপস্থাপিকা। তবে এবার আসিফ ভাইয়ের উৎসাহেই গানের মডেল হয়েছি। এতে আসিফ ভাই ও আমার বাস্তব জীবন তুলে ধরা হয়েছে। এখানে আমাকে একজন সফল উপস্থাপক ও আসিফ ভাইকে সফল গায়ক দেখানো হয়েছে। আসিফ আকবর বলেন, গানটি মেলো রোমান্টিক ঘরানার। ফারহানা নিশো অনেক বছর পর কোনও গানের ভিডিওতে কাজ করেছেন। এটা দারুণ একটি বিষয়। আমার ভক্তদের জন্যে এটা দারুণ এক উপহার। উল্লেখ্য, ২০০১ সালের আইয়ুব বাচ্চুর ‘কষ্ট’ শিরোনামের গানের মডেল হিসেবে দেখা গিয়েছিল নিশোকে। তারপর আর কোনো গানের মডেল হননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।