প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কার্ডি বি’র সঙ্গে বিবাদকে কেন্দ্র করে কয়েকটি পণ্য বের করেছেন র্যাপ গায়িকা নিকি মিনাজ (ছবিতে বাঁয়ে)। এতে তাদের বিবাদকে মুনাফায় ব্যবহার করলেন নিকি। মাস খানেক আগে হারপার’স বাজার আইকন্স পার্টিতে এই দুই গায়িকার হাতাহাতি হয়। এতে দুজনই কমবেশি আহত হন। এরপর থেকে তাদের বিবাদ চলতেই থাকে, শেষে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যমে তা গড়ায় আর নিকি এই বিবাদ নিয়ে রসিকতা করে কয়েকটি পণ্য বাজারজাত করে কিছু আয় করতে ছাড়েননি। গত সপ্তাহে নিকি এসব পণ্যের মধ্যে ‘নিকি স্টপড মাই ব্যাগ’ লেখা একটি ব্যাকপ্যাক প্রদর্শন করেন। এই কথাটি বলেছিলেন কার্ডি। ‘বোড্যাক ইয়েলো’ গায়িকা কার্ডিকে হাতাহাতির পর তার সঙ্গীরা সরিয়ে নিয়ে যায়। তিনি কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে হাতাহাতির ঘটনার কারণ ব্যাখ্যা করে লিখেন : “আমি তোমাকে আমার ব্যাপারে মিথ্যা বলতে অনুমতি দিলাম, আমি তোমাকে আমার ব্যাগ থামাতে সুযোগ দিলাম, আমি কিভাবে খাই তোমার তা না ভাবলেও চলবে!” এখানে ব্যাগ বলতে আয়ের অর্থ বুঝিয়েছেন কার্ডি বি। এরপর কার্ডি লিখেছেন নিকি তার সন্তান পালনের দক্ষতা নিয়ে কটাক্ষ করেছিলেন বরেই এই বিবাদের সৃষ্টি হয়। বিবাদের অনুপ্রেরণায় ব্যাকপ্যাক ছাড়াও টি-শার্ট আর জ্যাকেট বাজারজাত করছেন নিকি মিনাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।