Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণদন্তের জন্য সমালোচিত গায়িকা রিটা ওরা

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অতীতে এমন এক অবস্থা ছিল যখন সোনায় বাঁধানো দাঁত দেখিয়ে মানুষ আভিজাত্য প্রকাশ করত। কোথাও কোথাও হয়তো এখনও এই চলটি প্রচলিত আছে। তবে গায়িকা রিটা ওরা তার সোনায় বাঁধানো দাঁত সোশাল মিডিয়াতে দেখিয়ে তো কোনও রকম আলাদা অবস্থানে উঠতে পারেননি বরং সমালোচিত হয়েছেন। আর তার সমালোচনায় মুখর হয়েছে খোদ তার নিজেরই ভক্তরা।
রিটা ইনস্টাগ্রামের একটি ভিডিও থেকেই এই পরিস্থিতির সূচনা হয়। কয়েকদিন আগে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় একটি ক্যাবের পেছনে তিনি নাচছেন আর সঙ্গে গাইছেন। আর তাতে তার সোনায় বাঁধানো দাঁত স্পষ্টই দেখা যায়।
পোস্টটিতে সাড়া দিতে গিয়ে এক ভক্ত লিখেছে : “অনেক দিক থেকেই এই সিদ্ধান্ত ভুল।” আবার আরেকজন লিখেছে : “জঘন্য দেখতে।”
আরেক ভক্ত জানতে চেয়েছে দাঁতটি স্থায়ী না অস্থায়ী। এই ভক্ত লিখেছে : “আশা করি এটি স্থায়ী নয়।”
ভিডিওতে সোনায় বাঁধানো দাঁত ছাড়াও রিটা ওরা সোনালী চকমকে আই শ্যাডো লাগিয়েছেন এবং হুপ ইয়ারিং পরেছেন।
গ্রন্থণা শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গায়িকা

২২ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ