বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সম্রাট আবুল কালামসহ ৮জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতার অন্যরা হলেন- রাকিব, বাবু, শাহিন, আলমগীর, মিন্টু, দেলোয়ার ও আব্দুল মান্নান। তাদের কাছ থেকে ১৩ হাজার ৮০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এদিকে, গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে, ডিএমপি’র ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪ হাজার ৬৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২১০ গ্রাম হেরোইন, ১১০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।