Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল ছাড়লেন সাকিব

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আগের দিনই শোনা গিয়েছিল সব ঠিক থাকলে গতকালই হাসপাতাল ছাড়বেন সাকিব আল হাসান। হয়েছেও তাই, অবস্থার উন্নতি হওয়ায় এদিন স্থানীয় সময় দুপুরেই হাসপাতাল ছেড়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। তবে দেশে ফিরতে পারবেন কবে, সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেননি নিজেও। দেশে ফেরার আগ পর্যন্ত মেলবোর্নেই এক বন্ধুর বাসায় থাকার কথা সাকিবের।

গত ৫ অক্টোবর সাকিব মেলবোর্ন যান বাঁ হাতের কড়ে আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে। এরপর থেকে সেখানকার অ্যাপওয়ার্থি হাসাপাতালই ছিল তার ঠিকানা। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সব ভালো পাওয়া গেলেও চিকিৎসক গ্রেগ হয় জানিয়েছেন, আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না অস্ত্রোপচার। তবে সংক্রমণ সেরে গেলে শুরু করতে পারবেন খেলা। তাতে নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে সাকিবকে নিতে হবে অস্ত্রোপচারের প্রস্তুতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ