Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবিধান সমুন্নত রেখেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব

-জাতীয় গণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতা লিপ্সুরা দেশী বিদেশী চক্রান্তে লিপ্ত রয়েছে। কেউ কেউ সহায়ক সরকার, নির্দলীয় সরকার বা নির্বাচনকালীন সরকারের নামে পানি ঘোলা করে মাছ শিকারের পাঁয়তারা করছে। কিন্তু সংবিধান সমুন্নত রেখেই সরকার ইচ্ছা করলে নির্বাচন কমিশন নিজেই একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারে। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক জোটের শরিক সংগঠন বাংলাদেশ শ্রমজিবী পার্টি আয়োজিত ‘সংবিধান সমুন্নত রেখে নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করণ’ শির্ষক আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমজিবী পার্টির সভপতি মোহাম্মদ আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতন্ত্রিক জোটের চেয়ারম্যান আলমগীর মজুমদার। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক জোটের মহাসচিব বিএম নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় গণতান্ত্রিক জোটের মুখপাত্র সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, সমন্বয়কারী এড. জাফর আহমেদ জয়, জোটের ভাইস চেয়ারম্যান এড. মোহাম্মদ আবুল বাশার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ