Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হুমকির মুখে মালদ্বীপ ছেড়েছেন নির্বাচন কমিশনাররা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ৫:৩৫ পিএম

বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের হুমকির মুখে মালদ্বীপের পাঁচজন নির্বাচন কমিশনারের মধ্যে চারজনই দেশ ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন কমিশনার আহমেদ শরিফ বৃহস্পতিবার বলেছেন, ইয়ামিনের একদল সমর্থক সদস্যদের বাড়ির সামনে জড় হয়ে তাদেরকে হুমকি দেয়। সদস্যরা বিরোধী দলের কাছ থেকে ঘুষ খেয়েছেন বলে অভিযোগ করা হয়।
ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ বলেছে, নির্বাচনের সময় কমিশনের আচরণ নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন একজন ছাড়া সব নির্বাচন কমিশনারের দেশ ছেড়ে যাওয়া হতাশাজনক।
দলটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপি, জালিয়াতি, অসাধু উপায় অবলম্বন ও দুর্নীতির অভিযোগ আনে।
বিদায়ী প্রেসিডেন্ট গতমাসের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। গত ফেব্রুয়ারিতে দেশটিতে জরুরি অবস্থা জারির পর থেকে সেখানে রাজনৈতিক অস্থিরতা চলছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে যে প্রাথমিকভাবে পরাজয় মেনে নিলেও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে ইয়ামিন। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপ

২৩ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ