Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে আরো ৩ সাংবাদিক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ৩:৫২ পিএম

রয়টার্সের দুই সাংবাদিককে দন্ড দেয়ার পর এবার সরকারের সমালোচনার অভিযোগে মিয়ানমারে আবারো তিন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। আটক তিন সাংবাদিক হলেন, সংবাদমাধ্যম এলেভেন মিডিয়ার দুই নির্বাহী সম্পাদক কিয়াও জাও লিন ও নায়ি মিন এবং প্রধান প্রতিবেদক ফু ওয়াই উইন। বুধবার সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। খবর আল-জাজিরা।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী এবং উগ্রপন্থী বৌদ্ধদের পরিচালিত জাতিগত নিধনযজ্ঞের খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন রয়টার্সের দুই সাংবাদিক কিয়াও সো উ (২৮) এবং ওয়া লোন (৩২)। ২০১৭ সালের ১২ ডিসেম্বর তাদের আটক করে পুলিশ। রয়টার্স বলছে, অনুসন্ধানী প্রতিবেদনের জন্যই তাদের আটক করেছে মিয়ানমার সরকার। এবার সরকারের সমালোচনায় আবারও আটক করলো তিন সাংবাদিককে।
বুধবার ওই সাংবাদিকদের আইনজীবী কি মিন্ত বলন, সোমবার প্রকাশিত এক সংবাদের ওপর ভিত্তি করে অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনটি একটি বাস নেটওয়ার্কের দুর্নীতি নিয়ে। এই নেটওয়ার্কের মূল হোতা ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী ও সু চির আস্থাভাজন ফিও মিন থেইন। তিনি বলেন, আটককৃত তিনজনকেই ৫০৫(বি) ধারায় কারাগারে পাঠানো হয়েছে।
আল-জাজিরা জানায়, আদালত যদি রায় দেয় যে প্রকাশিত প্রতিবেদনটি জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে প্রকাশিত হয়েছিলো। তবে দুই বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে ওই তিন সাংবাদিকের।
১৭ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এই বিষয়ে ইয়াঙ্গুনের পক্ষ থেকে কোন সংশ্লিষ্ট কর্মকর্তা মন্তব্য করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ