Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম


প্রশ্ন: শুয়ে শুয়ে নামায কখন বৈধ হবে?
উঃ যখন রোগী কোনো কিছুতে হেলান দিয়ে নামায পড়তেও অক্ষম হয়।
প্রশ্ন: কোনো রোগী যদি ইশারায় নামায আদায় করতে অক্ষম হয়, তাহলে কী করতে হবে?
উ: এরূপ অজ্ঞান রোগীর ওপর দুই রকম হুকুম রয়েছে। এক. জ্ঞান ফিরে আসার পর দেখতে হবে তার অজ্ঞানতা কতক্ষণ ছিল; যদি তা একরাত একদিন কিংবা এর কম হয়, তাহলে সে পাঁচ ওয়াক্ত নামায কাযা করবে। আর যদি তার অজ্ঞানতা একরাত একদিনের চেয়ে বেশি হয় তাহলে এর মধ্যবর্তী সময়কালের নামাযসমূহের কাযা করতে হবে না। (বরং কাফফারা দিতে হবে।) উপরোক্ত মাসআলাহ অক্ষম রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঘুমন্ত বা নেশাগ্রস্থ ব্যক্তির বেলায় জ্ঞান ফিরার পর সর্বাবস্থায় সব নামাযের কাযা করতে হবে।
প্রশ্ন: এক অজ্ঞান রোগী মাঝে মাঝে জ্ঞান ফিরে পায়; তার ওপর কী হুকুম?
উ: এই জ্ঞান ফিরাটা যদি নিদিষ্ট সময়ে হয়, যেমন সারাদিন সারারাত অজ্ঞান থাকে আর ভোরবেলা জ্ঞান ফিরে পায; তাহলে নামায সমূহের কাযা করতে হবে। আর যদি নির্দিষ্ট কোনো সময়ে জ্ঞান না ফিরে তাহলে কাযা করতে হবে না। (দুররে মোখতার)
প্রশ্ন: রোগী যদি নামাযের কেরা, তাসবীহ ও তাশাহুদ পড়তে অক্ষম হয়, তাহলে কী করবে?
উ: সাধ্যমত চেষ্টা করার পর না পারলে কেরাত-তাসবীহ ছাড়াই নামায আদায় করতে হবে। (আলমগীরী)
প্রশ্ন: রোগী যদি নামাযের রাকাত এবং সিজদার হিসাব স্মরণ রাখতে অক্ষম হয়, তাহলে কী করবে?
উ: এমতাবস্থায় নামায পড়ার সময় অন্য কাউকে কাছে বসিয়ে রাখবে; যেন তাকে নামাযের রাকাত এবং রুকু-সিজদার কথা মনে করিয়ে দিতে পারে।
প্রশ্ন: জানাযার নামাযের হুকুম কি?
উ: জানাযা পড়া ফরযে কিফায়াহ। এর জন্যে জামাআত হওয়া শর্ত নয়; যদি একজন লোকও জানাযা আদায় করে ফেলে, তাহলে ফরয আদায় হয়ে যাবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ