বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যাংক লেনদেন চালু করার কথা ভাবছে সরকার। এ বিষয়ে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করেছেন। ওই সফরে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দু’দেশের মধ্যে ব্যাংক লেনদেন চালু, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যাংক লেনদেন নেই বাংলাদেশের। তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশ থেকে রাশিয়ায় পণ্য রফতানি হয়। ব্যবস্থাটি এমন যে, হংকং থেকে বাংলাদেশকে এলসি দেওয়া হয়, আর পণ্য ডেলিভারি হয় রাশিয়ায়। রাশিয়া থেকে আমদানিও হয় একইভাবে। রাশিয়া ও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা থাকায় দেশটির সঙ্গে সরাসরি লেনদেন করা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকির বিষয়। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র ও ইইউর সঙ্গে যেসব দেশ ব্যাংক লেনদেন করে তাদের ওই দুটি দেশের সঙ্গে লেনদেন করার সুযোগ নেই। যে কারণে রাশিয়া ও ইরান বিভিন্ন দেশের সঙ্গে পণ্য বিনিময় ব্যবস্থা বা সরাসরি নিজস্ব মুদ্রা বিনিময় ব্যবস্থায় লেনদেন করে। সরাসরি মুদ্রা বিনিময় ব্যবস্থা হচ্ছে, সংশ্লিষ্ট দেশের সঙ্গে মুদ্রার বিনিময় ব্যবস্থা তৈরি করা। ভারত ইরানের সঙ্গে পণ্যের বিনিময়ে পণ্য ব্যবস্থায় লেনদেন করছে। পাকিস্তান ব্যাংক লেনদেন ও পণ্য বিনিময় উভয় ব্যবস্থায়ই বাণিজ্য করছে ইরানের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।