পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া জেএসএস (এমএন) লারমা গ্রুপের সক্রিয়কর্মী ২৮ বছর বয়সী মঞ্জু চাকমাকে হত্যার ঘটনায় জড়িত দুই চাকমা সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। আটককৃতরা হলো মহরত চাকমা(২৫), পূর্ন চাকমা (২৭)। তারা উভয়েই দীঘিনালা উপজেলাধীন শিমুলতলী এলাকার বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে ১২ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত দুইজনই প্রসিত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী সংগঠনের সদস্য।
গতকাল বুধবার বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক। জানা গেছে, আটককৃত দু’জনকে লংগদু নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, গত রোববার বিকেলে দীঘিনালার মেরুংয়ের শিমুলতলী এলাকায় রাস্তায় একা পেয়ে মাথায় গুলি করে জেএসএস(এমএন) লারমা সংগঠনের সক্রিয় কর্মী মঞ্জু চাকমাকে হত্যা করে অস্ত্রটি স্থানীয় দুই যুবকের কাছে রেখে পালিয়ে যায় মহরত ও পূর্ন চাকমা। পরে অস্ত্রটি নিয়ে যাওয়ার জন্যে উক্ত দুই যুবকের সাথে বারংবার মুঠোফোনে যোগাযোগ করছিলো তারা। কৌশলে মঞ্জুর খুনিদের রাঙামাটি নিয়ে আসা হয়। বুধবার বিকেলে শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে উক্ত দু’জনকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।