Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনীতি পুনরুদ্ধার এবং সরকার কাঠামো পুনর্গঠন করব : মাহাথির

দেনা পরিশোধে স্থানীয়দের কাছে জমি বিক্রি করবে মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, আমরা সব সমস্যা সমাধান করতে পারবো বলে আমি আশাবাদী। যথাসময়ে আমরা পূর্ববর্তী সরকারের ধ্বংস করে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার এবং সরকার কাঠামো পুনর্গঠন করবো। আমার বিশ্বাস আমরা এই কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবো। তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির পরিসর বাড়াতে হবে। যদি এই পরিসর উচ্চমাত্রায় বাড়ে, তবে এখন যে পরিমাণ ঋণ আছে তা কমে যাবে। অর্থমন্ত্রী লিম গুয়ান এং জানান, আগামী সংসদীয় অধিবেশনে উত্থাপিত ২০১৯ সালের বাজেটে নতুন করে করারোপের ক্ষেত্রগুলো ঘোষণা করা হবে। মঙ্গলবার পুত্রজায়া শহরে এক সম্মেলনে ‘মালয়েশিয়া : একটি নতুন সকাল’ শীর্ষক মূলপ্রবন্ধ পাঠকালে তিনি একথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে। তিনি বলেন, মালয়েশিয়া বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য করারোপের নতুন নতুন ক্ষেত্র তৈরির পাশাপাশি জমি বিক্রির কথা ভাবছে। মাহাথির বলেন, এটা আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি না। এমনকি এটাকে জনগণও স্বাগত জানাবে না। কিন্তু আমাদের ঋণ পরিশোধের জন্যই এসব করতে হবে। এমনকি আমাদের সম্পদ বিক্রি করার প্রয়োজন হতে পারে। তিনি বলেন, আমরা আমাদের জমি স্থানীয়দের কাছে বিক্রি করতে পারি, যেখানে তারা হাউজিং ও এপার্টমেন্ট গড়ে তুলবে। পরে সেগুলো তাদের কাছে ফিরিয়ে দেয়া হবে। এটা শুধু অর্থের বিষয় নয়, এর ফলে সরকার কাঠামোও ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যমান সরকার কাঠামো খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে এটি পুনর্গঠনের উপায়গুলো খুঁজতে হবে। এটাই সহজ হবে। কারণ নতুন লোক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে মূল সমস্যাগুলো খুঁজে বের করতে পারবে। ফ্রি মালয়েশিয়া টুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহাথির

২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ