Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের প্রতি চীনের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, মার্কিন কর্মকর্তাদেরকে চীন সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে। সেইসঙ্গে তিনি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহবান জানান। আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনে চীন হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছেন তারও জবাব দেন লু ক্যাং। তিনি বলেন, চীন সরকার সব সময় সচেতনভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময় এ বক্তব্য দিলেন যখন সোমবার বেইজিং সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বিশ্বের বিভিন্ন ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ