Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের মন্ত্রী এমজে আকবরের ইস্তফা দাবি কংগ্রেসের

যৌন হেনস্থার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ ওঠার পর তার ইস্তফা দাবি করল কংগ্রেস। কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি বলেন, ‘এমজে আকবরকে সন্তোষজনক জবাব দিতে হবে। অথবা ইস্তফা দিন তিনি। আমরা তদন্ত দাবি করছি’।

গত মঙ্গলবার কংগ্রেসর মুখপাত্র মনীশ তিওয়ারি বলেছিলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। এনিয়ে মন্ত্রীর মুখ খোলা উচিত। এভাবে নীরব থেকে পালিয়ে যেতে পারেন না। ঘটনাটির তদন্ত করা দরকার। এনিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াও শুনতেই চাই’।
এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি বা কেন্দ্রীয় সরকার। এব্যাপারে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। আপনি নিজেও একজন মহিলা। কোনও তদন্ত কি হবে? কোনও উত্তর না দিয়েই চলে যান সুষমা।
এনিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপিও। দলের মুখপাত্র সম্বিৎ পাত্র ব্যাখ্যা দেন, গুজরাটে হিন্দিভাষী শ্রমিকদের উপরে হামলার ঘটনায় কংগ্রেসের ভূমিকা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে এসেছি।
তবে মি টু ক্যাম্পেনের পাশে দাঁড়িয়েছেন নারী ও শিশু অধিকার মন্ত্রী মানেকা গান্ধী। তার কথায়, ‘প্রভাবশালী পুরুষরা প্রায়ই এটা করে থাকেন। সংবাদমাধ্যম, রাজনীতি অথবা কোম্পানি-সব জায়গাতেই এটা প্রযোজ্য। ভয়ে এব্যাপারে মুখ খুলতে চান না মহিলারা। তারা ভাবেন, চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে অথবা তামাশার পাত্রী হতে পারেন। রাজনীতিতে আসার আগে সাংবাদিকতা করতেন এমজে আকবর। এক মহিলা অভিযোগ করেছেন, এশিয়ান এজ পত্রিকায় আকবর সম্পাদক থাকাকালে তাকে যৌন উৎপীড়ন করেছেন। সূত্র : জি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ