মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেনিয়ায় পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫০ জন নিহত হয়েছেন। বুধবার নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলের শহর কাকামেগার দিকে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫২ জন যাত্রী ছিল। পশ্চিম কেরিচো কাউন্টিতে এসে খাড়া ঢাল দিয়ে নামার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়লে ৫০ জন নিহত হন।
জীবিতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে রিফট ভ্যালি রিজিওনাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কেনিয়ার রেড ক্রস এক টুইট বার্তায় জানিয়েছে, বাসটি উল্টে খাদে পড়ে গেছে। তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
কেনিয়া কর্তৃপক্ষের পরিসংখ্যান মতে, প্রতি বছর কেনিয়াতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। তবে ওয়ার্ল্ড হেলথ ওরগানেইজেশনের মতে এ সংখ্যা প্রায় ১২ হাজারের মতো। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।