Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ সাদা দলের

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই ঘটনার জন্য তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, ছাত্র সংগঠনটির সভাপতি ও তাঁর সহযোগীরা বিশ্বদ্যিালয়ের প্রচলিত বিধি ভঙ্গ করে পদার্থ বিজ্ঞান বিভাগের অনুত্তীর্ণ একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের উপর চাপ প্রয়োগ করেন। শিক্ষকবৃন্দ তাদের এ অন্যায় ও অনৈতিক দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃপক্ষের কাছে এ অনাকাক্সিক্ষত ঘটনায় দায়ীদের দ্রুত বিচার দাবি করলেও কর্তৃপক্ষ সময়োচিত ব্যবস্থা গ্রহণ করেননি। এ ঘটনার প্রতিবাদে লাঞ্ছিত শিক্ষকবৃন্দ ও তাদের ৫৬ জন সহকর্মী ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

শিক্ষকরা বলেন, ইদানিং দেশের বিভিন্ন স্থানে হরহামেশা শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আর এ কারণেই মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সম্মানিত শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ বিবৃতি দিয়েছেন দুই শতাধিক শিক্ষক। এদের মধ্যে প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রফেসর ড. মো. আবুল কালাম সরকার, প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস, প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রফেসর ড. মামুন আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রফেসর ড. মো. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, প্রফেসর ড. মোঃ গোলাম রব্বানী, প্রফেসর ড. সদরুল আমিন, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান, প্রফেসর ড. মো: আবদুর রশীদ, প্রফেসর মো. মাহফুজুল হক, প্রফেসর ড. লায়লা নূর ইসলাম, প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, প্রফেসর আ কা ফিরোজ আহমদ, প্রফেসর ড. বোরহান উদ্দীন খান, প্রফেসর ড. আবদুল আজিজ, প্রফেসর তাহমিনা আখতার, প্রফেসর হোসনে আরা বেগম, প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, প্রফেসর আহমেদ জামাল আনোয়ার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ