Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধকরে চলে গেলেন সীতাকুণ্ডের শিক্ষক মঞ্জুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৩ পিএম


২৪ ঘন্টা মৃত্যুর সাথে যুদ্ধকরে চলে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত হওয়া শিক্ষক মঞ্জুর হোসেন (৩৬)।শিক্ষক মঞ্জুরের মৃত্যুর খবর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছড়িয়ে পড়লে শিক্ষাঙ্গনসহ সর্বস্থরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।তিনি উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের মাঝি বাড়ির নুরের ছাপার ছেলে বলে জানা গেছে। শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিক্ষক মঞ্জুরের মৃত্যু ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক মঞ্জুর হোসেন মটর সাইকেল চালিয়ে তাঁর কর্মস্থল উপজেলা-সদর প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের উল্টোপথে উপজেলা অয়াপদা গেইট এলাকা অতিক্রম করছিলেন।এসময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে তিনি গরুত্বর আহত হয়।পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেশরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু ঘটে।এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নরুচ্ছোফা বলেন, কোনো দিন কারো সাথে খারাপ ব্যবহার করেনি শিক্ষক মঞ্জুর হোসেন।সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ৫ বছর শিক্ষকতা করার পর ২০১৯ সালে উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।তিনি আরো বলেন,শিক্ষক মঞ্জুর হোসেন ব্যাক্তি হিসেবে খুবই ভাল মানুষ ছিলেন।শুক্রবার বাদ মাগরিব মুরাদপুর তাঁর গ্রামের বাড়ি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তারিখ-২/৯/২০২২ শেখ সালাউদ্দিন

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ