Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন

আলোচনা সভায় ইসলামী ছাত্র সমাজ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন বলেছেন, “আদালতের পরোয়ানা ছাড়াই পুলিশের সন্দেহবশত গ্রেফতারের ক্ষমতাসম্পন্ন ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাক স্বাধীনতাকে রুদ্ধ করে একটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি করবে। এটা সাংবাদিকসহ সকল নাগরিকের সত্যকথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করবে”। তিনি অবিলম্বে উক্ত কালো আইন বাতিলের দাবী জানিয়েছেন। গতকাল আল্লামা মোসলেহ উদ্দিন (রহঃ) মিলনায়তনে “ডিজিটালের ছদ্মবেশে স্বৈরশাসন কায়েম” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফিজ হাবীবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ঐক্যজোটের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইলিয়াছ আতহারী। বক্তব্য রাখেন, ছাত্রসমাজ নেতা আরিফ মাহমুদ, বেলাল হোসাইন, রাসেল হোসাইন, মোঃ বরকত উল্লাহ্, আবু সুফিয়ান, মোশাররফ হোসাইন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তা আইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ