Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এরশাদের জাপাও চায় গ্রহণযোগ্য নির্বাচন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিও সকল দলের অংশগ্রহণে অবাধ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি। গতকাল কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ দেশের মানুষকে ইতিবাচক রাজনীতির বার্তা দেবে। উজ্জীবিত জাতীয় পার্টির নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলু এমপি, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, সরদার শাহ জাহান, মোঃ এমরান হোসেন মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ