রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কমিউনিটি পুলিশের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কোটালীপাড়া থানা কমিউনিটি পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে সমাবেত হয়। মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম), বিশেষ অতিথি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান, ওসি মোহাম্মদ কামরুল ফারুক, ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর মোঃ লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি এ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক মেয়র এইচএম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, রাসেল শেখ, নাজমুল হোসেন চপল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে র্যালিতে অংশগ্রহন করে হাজার হাজার লোক অংশগ্রহণ করে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী শ্লোগানে প্লেকার্ড বহন করে সমাবেশে অংশগ্রহণ করেন। অপর দিকে একই দিনে বিশিষ্ট সমাজ সেবক ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সভাপতিত্বে উপজেলার দেবগ্রাম উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও রওশনারা মডেল স্কুলের শিক্ষার্থীদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ নিরোদ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে মাবনবন্ধন ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।