রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জেলার কালীগঞ্জে মালিয়াট ইউনিয়নের বড় বিলের ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে গলায় ফাঁস লাগানো এই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী জানান, বিলের মাঠে ধানক্ষেতে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায় গ্রামবাসী। পরে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি জানান, তার গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চিহ্ন পাওয়া গেছে। অন্য কোন জায়গা থেকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ওসি জানান।
ইজিবাইক চাপায় শিশু নিহত
ঝিনাইদহে ইজিবাইক চাপায় সাব্বির হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্বকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ঐ গ্রামের ডাবলু মন্ডলেরর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শিশু সাব্বির বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।