মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ বিশ্বকে আরো ‘গরীব এবং বিপজ্জনক স্থানে’ পরিণত করবে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের প্রকাশিত বৈশ্বিক অর্থনীতি বিষয়ক সর্বশেষ মূল্যায়নে এ কথা বলা হয়েছে। বাণিজ্য যুদ্ধের পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়ে তারা জানায়, বিশ্ব অর্থনীতির ভয়াবহ অবনতি হতে পারে। আইএমএফ চলতি এবং আগামী বছরে বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি ৩.৭ শতাংশ হবে বলে ধারণা করছে যা আগের ধারণা থেকে ০.২ শতাংশ কম। ত্রিদেশিয় চুক্তিতে নাফটা, ব্রেক্সিট নিয়ে ইইউ ও চীন-মার্কিন বাণিজ্যিক অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় বয়ে আনতে পারে সতর্ক করে দিয়েছে তারা। ওই মূল্যায়নে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ অর্থনৈতিক পুনুরুদ্ধারের ক্ষেত্রে একটা মারাত্মক বাঁধা হয়ে দাঁড়াবে। আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ মাউরি অবসফিল্ড বলেন, “যদি নতুন করে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে সেটা নিত্য প্রয়োজনীয় পণ্য, ব্যবসায় এবং বৃহত্তর অর্থনীতির জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে।” তিনি বলেন, “বাণিজ্য নীতির প্রতিফলন হলো রাজনীতি এবং রাজনীতি অনেক দেশে এখন স্বাভাবিক অবস্থায় নেই। যার কারণে ভবিষ্যতে আরো অনেক ঝুঁকির মুখে পড়তে পারে বিশ্ব।” উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ২০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘোষণা দিলে চীনও মার্কিন পণ্যের ওপর ৬০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করে। এরই প্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটে। সূত্র: সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।