Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, একদিনেই লাখ টাকার আচার বিক্রি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ৭:৫১ পিএম

ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২৭তম আসরের এই মেলার ২০তম দিনে (২০ জানুয়ারি) বিকাল থেকে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কানায় কানায় পূর্ণ হয়েছে মেলা প্রাঙ্গণ। মেলার স্টলে স্টলে চলছিল ক্রেতাদের দরদাম। আগের তুলনায় বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মেলার দায়িত্বে থাকা পুলিশ ও আয়োজক সূত্রে জানা গেছে, বিকাল থেকে লোকসমাগম বাড়তে শুরু করেছে। সন্ধায় প্রবেশ গেটে কয়েকবার জটলা তৈরি হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্টরা গিয়ে শৃঙ্খলা রক্ষা করেছে।
বাণিজ্য মেলায় ঘুরতে এসে হরেক রকম আচার, মোরব্বা ও সøাইসের স্বাদ নিতে স্টলগুলোতে ভিড় জমাচ্ছেন তারা। এবারের মেলায় কাশ্মীরি আচারে সবচেয়ে বেশি মজেছেন দর্শনার্থীরা। ছুটির দিনে প্রায় লাখ টাকার আচার বিক্রি হয় বলে জানিয়েছেন কাশ্মীরি আচার দোকানের কর্মচারীরা।
শুক্রবার (২০ জানুয়ারি) সরেজমিনে বাণিজ্য মেলা ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিন সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসছেন দর্শনার্থীরা। মেলায় প্রবেশ করেই প্রতিটি স্টলে ঘুরে দেখছেন তারা। পছন্দ হলেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। এবারের মেলা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ কেড়েছে কাশ্মীরি আচার।
মেলায় একাধিক আচারের স্টল রয়েছে। স্টলগুলোতে প্রতি কেজি আম চূড় আচার ৬০০ টাকা, চালতার মোরব্বা ৬০০ টাকা, চালতার স্লাইস ৪০০ টাকা, খেজুর-তেঁতুল মিক্স ৬০০ টাকা, কদবেলের আচার ৮০০ টাকা, আমড়ার স্লাইস ৬০০ টাকা, করমচার আচার ১০০০ টাকা, বড়ইয়ের আচার ৪০০ টাকা, আপেল কাশ্মীরি আচার ১০০০ টাকা, রসুনের আচার ১০০০ টাকা, কাশ্মীরি আমের আচার ১০০০ টাকা, আলু বোখারা চাটনি ৮০০ টাকা, আমের টক-মিষ্টি আচার ৮০০ টাকা, আনারসের মোরব্বা ৬০০ টাকা, বোম্বাই মরিচের আচার ৮০০ টাকা, জলপাইয়ের টক-মিষ্টি আচার ৪০০ টাকা, মাশরুমের আচার ৮০০ টাকা ও আমলকির মোরব্বা ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
কাশ্মীরী আচার দোকানের কর্মচারী পাইলট শাহ ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকার আচার বিক্রি করে থাকি। ছুটির দিনে হলে লাখ টাকার বেশি বিক্রি হয়। আমাদের স্টলে প্রায় ২০ ধরনের আচার রয়েছে। ক্রেতারা তাদের পছন্দমতো আচার কিনতে পারছেন।
এবারের মেলায় আপেল কাশ্মীরি আচারের চাহিদা সবচেয়ে বেশি জানিয়ে আরেক স্টলের কর্মচারী সবুজ বলেন, প্রতি কেজি আপেল কাশ্মীরি আচারের দাম ১ হাজার টাকা। কেউ চাইলে ১০০ গ্রামও নিতে পারেন। বড়ই, চালতা কিংবা আমের আচারের তুলনায় এবার আপেল কাশ্মীরি ও আমলকির মোরব্বা একটু বেশি বিক্রি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য মেলা

২৫ জানুয়ারি, ২০২২
১৮ জানুয়ারি, ২০২০
১৩ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ