মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৮-১৯ সালে মিয়ানমারের অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস কমিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির আভাস আগের চেয়ে ০.৫% কমিয়ে ৬.২% করা হয়েছে। চলতি মাসে বিশ্বব্যাংকের ইস্ট এশিয়া এন্ড প্যাসিফিক ইকনমিক আপডেটে ওই তথ্য প্রকাশ করা হয়। মওসুমি বন্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতির চাপ ও রাখাইন রাজ্যের সংকট প্রবৃদ্ধি কমে যাওয়ার জন্য দায়ি বলে উল্লেখ করা হয়।
ব্রেটন উডস প্রতিষ্ঠানটি জানায়, মধ্য মেয়াদে দেশটির প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হয়েছিলো কারণ বেশ কিছু বিনিয়োগ বান্ধব আইন পাশ হওয়ার পর ধারণা করা হয়েছিলো সেগুলো বাস্তবায়িত হবে।
গত বছর মিয়ানমার নতুন বিনিয়োগ আইন পাস করে এবং এ বছরের আগস্ট থেকে নতুন কোম্পানি আইন বাস্তবায়ন শুরু করেছে। প্রবৃদ্ধির আভাস কমে যাওয়ায় তা দেশটির ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি’র নেতৃত্বাধিন সরকারের জন্য সমস্যা সৃষ্টি করবে। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।