Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিতে সক্রিয় হলেন টেইলর সুইফ্ট

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দলীয় ফিল ব্রেডেসেন আর জিম কুপারকে সমর্থন জানিয়ে গায়িকা টেইলর সুইফ্ট তার রাজনৈতিক অবস্থান প্রকাশ করলেন। খুব বেশি চাপে না পড়লে এই জনপ্রিয় মার্কিন গায়িকাটি অতীতে তার রাজনৈতিক মত প্রকাশ থেকে বিরত থাকতেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন মার্শা ব্লাকবার্নের জন্য তার সমর্থন নেই এবং লিখেছেন ‘রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করা তার ‘টেনেসি মূল্যবোধের সমার্থক নয়’। দীর্ঘ এই পোস্টে তিনি লিখেছেন তার রাজনৈতিক অবস্থান প্রকাশ করার ব্যাপারে তিনি বরাবরই নিরুৎসাহী ছিলেন, তবে তার জীবনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা এবং গত দুটি বছরে বিশ্ব পরিস্থিতি দেখে তিনি তার মত পাল্টাতে বাধ্য হয়েছেন। তিনি লিখেছেন : “আমি সবসময় সেই প্রার্থীকেই ভোট দিই আর দেব যে এই দেশের মানুষের প্রাপ্য মানবাধিকার সংরক্ষণ করবে এই এর জন্য যুদ্ধ করবে।” সুইফ্ট একজন নারীকে ভোট দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেছেন : “অতীতে আমি নারী প্রার্থীদের ভোট দিয়ে এসেছি। তবে মার্শা ব্ল্যাকবার্নকে ভোট দিতে পারছি না।”



 

Show all comments
  • MD.MIZANUR RAHMAN ১০ অক্টোবর, ২০১৮, ৪:৪৫ পিএম says : 0
    I am Request bangladesh Goverment All Road & brige make Immedetly.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ