Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নিউইয়র্কে দুর্ঘটনার শিকার বিয়ের গাড়ি, নিহত ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ৪:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বিয়ের যাত্রী বহনকারী একটি লিমোজিন গাড়ির সঙ্গে একটি ছোট গাড়ির সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে নিউ ইয়র্কের স্কোহেরি শহরে এ ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমস।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ রবিবার জানিয়েছে, স্কোহেরির ‘অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোর’-এর বাইরে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ওই স্টোরের ম্যানেজার জেসিকা কার্বি জানিয়েছেন, প্রচণ্ড বেগে আসা লিমুজিনটি হঠাৎই একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মেরে উঠে যায় পার্কিং লটে। ওখানে দাঁড়িয়ে ছিলেন বহু ক্রেতা। মারা গিয়েছেন ওঁদের অনেকেই। জেসিকার কথায়, “আমি ঘটনার দৃশ্য বর্ণনা করতে চাই না। ওই দৃশ্যটা চিন্তাও করতে চাই না।”
লিমুজিনের ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের কী অবস্থা, ভাল করে বুঝতেই পারেননি জেসিকা। বুঝতে পারেননি অন্য গাড়িটার কী অবস্থা বা সেটির যাত্রীরা কী ভাবে রয়েছেন। তাঁর কথায়, “পুরোটাই যেন তালগোল পাকিয়ে গিয়েছিল। যখন দুর্ঘটনা ঘটে, আমি ছিলাম স্টোরের ভিতরে। হঠাৎ বীভৎস জোরে একটা আওয়াজ। বেরিয়ে এসে দেখি ভয়াবহ পরিস্থিতি। সঙ্গে সঙ্গে ৯১১-য় ফোন করি।”
স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। আপাতত মৃতদের স্বজনকে শুধু জানানো হচ্ছে। ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ ঘটনার তদন্তে একটি দল পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ