Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল সফরে মিয়ানমার প্রতিনিধি দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৯:২৫ পিএম

নেপালের শান্তি প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল কাঠমান্ডু সফর করছে। দলের নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট মনিটরিং কমিটির চেয়ারম্যান লে. জেনারেল ইয়ার পিয়াই।
নেপালের নিজস্ব শান্তি প্রক্রিয়ার চারটি বৈশিষ্ট্য নিয়ে মিয়ানমার প্রতিনিধি দল নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিয়াওয়লির সঙ্গে আলোচনা করে। ২০০৭ সালে নেপালের সরকার ও বিদ্রোহী দলগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ওই শান্তি প্রক্রিয়া শুরু হয়।
১৯৯৬ সাল থেকে ১০ বছর সশস্ত্র বিদ্রোহ চলে নেপালে। এতে ১৩ হাজারের বেশি মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তচ্যুত ও নিখোঁজ হয়।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী সফররত প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন যে, মিয়ামানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সবরকম সাহায্য তাদেরকে দেয়া হবে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে চলমান শান্তি প্রক্রিয়ার প্রেক্ষাপটে প্রতিনিধি দলের সদস্যরা নেপালের শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সূত্র: কাঠমুন্ডু পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ