গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর উত্তরায় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন চীনা নাগরিক দগ্ধ হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। শনিবার রাত ১১টার দিকে ১২ নম্বর সেক্টরে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে তারা আহত হন। আহতরা হলেন, জিও (৩৭) ও জুলি (৩৫)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ১২টার দিকে এ দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তারা বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।